Downloading & Installation of Python3, Anaconda
“Basics of Python এর প্রথম ব্লগে আপনাকে স্বাগতম। মেশিন লার্নিং শিখবেন ভালো কথা, তবে তার আগে ছোট্ট তিনটে কাজ করতে হবে, আসেন শুরু করে দেই।”
প্রথম কাজঃ
https://www.python.org/downloads/ এই লিংকে গিয়ে লেটেস্ট ভার্সন এর পাইথন টা ডাউনলোড করে নেবেন। এটা ইন্সটল বা অন্য কিছুই করতে হবেনা। প্রথম কাজ কিন্তু শেষ।

দ্বিতীয় কাজঃ
https://www.anaconda.com/distribution/ এই লিংকে গিয়ে সবচাইতে লেটেস্ট ভার্সন এর Anaconda ডাউনলোড করে আপনার ডিভাইসে ইনস্টল করে নেবেন। সময় টা একটু বেশি লাগবে, আশে পাশে কেউ থাকলে একটু খোস গল্প করে নিতে পারেন। দ্বিতীয় কাজ ও শেষ।

তৃতীয় কাজঃ
কম্পিউটার এর স্টার্ট মেনু তে গিয়ে Anaconda 3 (64 bit) ফোল্ডার টি ক্লিক করবেন, তারপর Anaconda Navigator এ ক্লিক করবেন।

আর তারপর করবেন একটু অপেক্ষা, Anaconda আপনার সামনে চলে আসবে। কপাল ভালো যে এই Anaconda শুধুই একটা সফটওয়্যার, কোনো সাপ না, তাই Anaconda আর Machine Learning কে ভয় পাওয়ার কিছু নেই। একই সাথে আপনার তৃতীয় কাজটিও শেষ। সামনের ব্লগে আমরা আরো নতুন কিছু জানবো। ধন্যবাদ।
দ্বিতীয় ব্লগঃ
https://mkar.tech.blog/python02/
